চুয়েটে ভর্তির আবেদন ১৫ ডিসেম্বর থেকে শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি (শনিবার) গ্রুপ ‘ক’ এবং গ্রুপ ‘খ’ এর জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের উপর ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং গ্রুপ ‘খ’এর স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের মুক্ত হস্তে অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৫ ডিসেম্বর ২০২৫ (সোমবার) সকাল ৯টা থেকে এবং শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে উচ্চমাধ্যমিক/ আলিম/ সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, গণিত, রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৪ ও ইংরেজি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেতে হবে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।

আবেদনকারীদের মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে প্রথম ১৬ হাজার যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও নামের তালিকা প্রকাশ হবে ৬ জানুয়ারি। ১২ জানুয়ারি সকাল ১০টা থেকে যোগ্য প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

চুয়েটে স্নাতক পর্যায়ে তিনটি প্রকৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১২টি বিভাগের ৯২০টি আসন রয়েছে। এছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত রয়েছে।

এনএন/ডিজে

ksrm