s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্লাবের সাজ্জাদ চ্যাম্পিয়ন

0

জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্লাবের সাজ্জাদ আরেফিন আলম চ্যাম্পিয়ন হয়েছে।

গত ১৬ নভেম্বর দশ দিনব্যাপী উক্ত প্রতিযোগিতা আরম্ভ হয়। চিটাগাং ক্লাব লিমিটেডে গত ২৫ নভেম্বর কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, চাপাইনবাবগঞ্জ, রাজশাহী ও গোপালগঞ্জসহ ৩৩টি জেলা থেকে ১৩৯ জন স্কোয়াশ খেলোয়াড় মোট ছয়টি গ্রুপে অংশ গ্রহন করেছে যা বাংলাদেশ স্কোয়াশে ইতিহাসে একটা রের্কড।

ফাইনালের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে চিটাগাং ক্লাব স্কোয়াশ কোর্টে প্রধান অতিথি হিসাবে চট্টগ্রামের বিএএফ ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে স্পন্সর আরাফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ হাবীব উপস্থিত ছিলেন। চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নাদের খান চিপ হোস্ট হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া ফেডারেশনের সহ-সভাপতি মির্জা সালমান ইস্পাহানী, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm