চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘স্পিকার্স কাউন্সিল লিমিটেড’ অফিসে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে চোরের দল ডিএসএলআর ক্যামেরা, ল্যাপটপসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে।
রোববার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, জানালার গ্রিল কেটে চোরের দল নগদ ৮ লাখ টাকা, একটি ল্যাপটপ, ল্যাপটপ চার্জার দুটি, ফোন চার্জার একটি, ডিএসএলআর ক্যামেরা একটি, দুটি মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
মালামাল উদ্ধারে জিডি করেছেন স্পিকার্স কাউন্সিল লিমিটেডের সিইও ইমরান আহমেদ।
ইমরান আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অফিসের নিচতলার একটি জানালার গ্রিল কেটে কিছু দুর্বৃত্ত চুরির ঘটনা ঘটিয়েছে। অফিসের মূল্যবান কিছু জিনিসপত্র ও নগদ অর্থ মিলে সর্বমোট ১০ লাখ টাকার অধিক চুরি করে নিয়ে গেছে। চোরেরা মূলত অফিসের পেছনের জানালা দিয়ে ঢুকে এবং সকল ক্যামেরা বন্ধ করে চুরির ঘটনা ঘটায়।
চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ।
স্পিকার্স কাউন্সিল লিমিটেড মূলত ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অফিসিয়াল পার্টনার।
আরএম/ডিজে