মাদক ও জঙ্গিবাদ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে জাপান থেকে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রামের ব্যুরো প্রধান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সেলিম।
২০ জুলাই জাপানের রাজধানী টোকিও’র একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন সাংবাদিক সেলিম।
জাপানের এক্সপ্লোরাড টেকনিকো লিমিটেড ও জাপানের বাংলা সংবাদ মাধ্যম ‘জাপান বাংলা প্রেস’ যৌথভাবে ‘ফেইস অব দি ইয়ার-২০২৩’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুল হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ ইন জাপানের সেক্রেটারি নাসিরুল হাকিম, সচিব ও কমিউনিটি নেতা শাহীন চৌধুরী, জাপান বাংলা প্রেস ডটকমের প্রধান সম্পাদক সোলায়মান হোসেন, সম্পাদক মাহবুবুর রহমান বাবু প্রমুখ।