টাইগারপাসে দুস্থদের খাদ্যসামগ্রী দিলেন আ জ ম নাছির

চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি ও ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৮এপ্রিল) টাইগারপাস মোড় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফর আলী, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জহিরুল আলম জসিম, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হিরণ।

s alam president – mobile

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও লালখানবাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার আলম মাসুমসহ রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!