ডুবোচরে আটকে গেল জাহাজ, মাঝসাগর থেকে উদ্ধার ৪৪ পর্যটক

ডুবোচরে আটকে যাওয়া সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘এমভি গ্রিন লাইন-১’ থেকে ৪৪ পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রোববার (১০ ডিসেম্বর) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার দুপুরে পর্যটকবাহী জাহাজ ‘এমভি গ্রিন লাইন-১’ টেকনাফের বিআইডব্লিউটিএ ঘাট থেকে ৪৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। পরে সেন্টমার্টিনের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়। কিছুক্ষণ পর ওই জাহাজ থেকে পর্যটকরা কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনের সঙ্গে যোগাযোগ করলে সেন্টমার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারীদল ঘটনাস্থলে যায়। এরপর তারা ৫৫ পর্যটককে উদ্ধার করে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সেন্টমার্টিন নোঙরে অবস্থানরত কোস্টগার্ড জাহাজ ‘কামরুজ্জামান’-এ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, কোস্টগার্ডের সহায়তায় আটকে পড়া পর্যটকেরা সেন্টমার্টিনে পৌঁছেছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে। তারা সবাই ভাল আছেন।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!