s alam cement
আক্রান্ত
৫৫৯৮১
সুস্থ
৪৭৮৬৭
মৃত্যু
৬৫৭

‘ডেপুটি কমিশনার অনুপস্থিত’ চট্টগ্রাম কাস্টমসে ব্যবসায়ীদের বাধায় নিলাম পণ্ড

0

চট্টগ্রাম কাস্টমস হাউসে সোমবার (২১ জুন) বিকেলে ৪৪ লটের নিলাম হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের (বিডার) বাধার মুখে নিলাম পণ্ড হয়েছে। নিলাম শাখার ডেপুটি কমিশনার (ডিসি) আল আমিন উপস্থিত না থাকায় বক্স খুলতে বাধা দেন ব্যবসায়ীরা। কারণ এর আগে ৫টি নিলামে ডিসির অনুপস্থিতিতেই নিলাম হয়েছিল। এবারও তিনি উপস্থিত না থাকায় ব্যবসায়ীরা নিলামকারী প্রতিষ্ঠানের লোকজনদের বক্স খুলতে দেন নি।

ব্যবসায়ীদের দাবি, নিলাম শাখার ডেপুটি কমিশনারের উপস্থিতিতেই খুলতে হবে নিলামের বক্স। পরে দরপত্রসহ বক্সটি নিলাম শাখার ডেপুটি কমিশনারের রুমে লক করে রাখা হয়েছে।

কাস্টমসের নিলামে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা জানান, সোমবার (২১ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখায় এ নিলাম অনুষ্ঠান হওয়ার কথা ছিল। নিলামের সব আয়োজন শেষ করে সোমবার বিকাল তিনটায় বক্স খোলার সময় অকশন শাখার ডেপুটি কমিশনার উপস্থিত না থাকায় উত্তেজিত হয়ে উঠে ব্যবসায়ীরা। এতে নিলামকারী প্রতিষ্ঠান ‘মেসার্স কেএম করপোরেশনের’ কর্মকর্তাদের বাধা দেয় ব্যবসায়ীরা।

এসময় ব্যবসায়ীরা বলেন, অকশন শাখার ডেপুটি কমিশনার উপস্থিত না হওয়া পর্যন্ত নিলাম বক্স খোলা যাবে না। ফলে ডেপুটি কমিশনার উপস্থিত না থাকায় নিলাম পণ্ড হয়েছে। ডেপুটি কমিশনার আল আমিন তার দপ্তরেও উপস্থিত ছিলেন না। ব্যবসায়ীরা যোগাযোগ করলে তিনি সরকারি কাজে দপ্তরের বাইরে আছেন বলে জানান।

চট্টগ্রাম কাস্টমসের নিলামে অংশগ্রহণকারী ব্যবসায়ী (বিডার) ইকবাল হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বিগত ৫ নিলামে নিলাম শাখার ডেপুটি কমিশনার আল আমিন উপস্থিত ছিলেন না। উনার উপস্থিতি ছাড়া নিলাম অনুষ্ঠান অর্থহীন। তাই আমরা বক্স খুলতে দিইনি। ডিসি সাহেব উপস্থিত থাকলেই নিলাম অনুষ্ঠান হবে। এতে সব ব্যবসায়ী একমত।

চট্টগ্রাম কাস্টমস হাউসে সরকারি নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কেএম করপোরেশনের ম্যানেজার মোহাম্মদ মোরশেদুল আলম বলেন, ৪৪ লটের নিলামের বক্স খোলার কথা ছিল সোমবার। কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে খোলা হয়নি। তবে সেটি আগামীকাল খোলা হবে। বা কখন খোলা হবে সেটি সিদ্ধান্ত দিবেন এ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

Din Mohammed Convention Hall

তিনি জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তার (প্রশাসন) দফতরে ও চট্টগ্রাম জেলা প্রশাসকের দফতর এবং ঢাকার কাকরাইলে অবস্থিত শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনার (সদর) এর দফতরে দরপত্র জমা পড়েছে। কি পরিমাণ দরপত্র জমা পড়েছে তা এখনো জানা যায়নি বক্স না খোলার কারণে।

এ ব্যাপারে নিলাম শাখার ডেপুটি কমিশনার (ডিসি) আল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সরকারি কাজে আমি অফিসের বাইরে ছিলাম। আমি উপস্থিত না থাকায় নিলাম হয়নি। দরপত্রের বক্সটি আমার দপ্তরে সংরক্ষণ করা আছে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm