তারেক রহমানের জন্মদিনে ইউসিটিসি ছাত্রদলের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ কর্মসূচি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) শাখা ছাত্রদল।

তারেক রহমানের জন্মদিনে ইউসিটিসি ছাত্রদলের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ কর্মসূচি 1

শুক্রবার (২১ নভেম্বর) তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী এ আয়োজন করা হয়। কর্মসূচিতে সহযোগিতা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ ব্যবস্থা অবহিত করা, ফগার মেশিন দিয়ে মশার লার্ভা নিধন, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ।

এই আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এনামু হক এনাম, ইউসিটিসি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. বাবর হোছাইন, সদস্য সচিব কাজী আইনুন নিশাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রকিব হাসান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক রিফাত সিদ্দিকী, রিদওয়ান, সদস্য পার্থ কুমার সরকার, মো. আরিফ হোসেন, মো. আব্দুর রাফি।

ksrm