দুর্নীতিবিরোধী মনোভাব তৈরিতে দুদকের রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী মনোভাব জাগ্রত করা, ভবিষতের দেশের সুনাগরিক ও দুর্নীতিমুক্ত জাতি নিশ্চিত করতে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঁইয়া।

চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলামের (কমু) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম ও চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা।

এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়, বন্দর কর্তৃপক্ষের বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দল, শেষ্ঠ বিতার্কিক এবং রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিযোগীর মধ্যে সনদ, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

দুদক পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঁইয়া বলেন, ‘দুদক দৃঢ় প্রত্যয়ে দুর্নীতিমুক্ত জাতি নিশ্চিত করার সনদ বাস্তবায়নে নির্ধারিত উদ্দেশ্যে ও রুপকল্পকে সমুন্নত রেখে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমনের পাশাপাশি কমিশন সারাদেশে দুর্নীতি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং প্রতিরোধমূলক অংশ হিসেবে রচনা, বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী প্রদর্শনী ইত্যাদি আয়োজনের মাধ্যমে সমাজের সর্বস্তরের দুর্নীতি প্রতিরোধে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এমএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!