ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নতুন সুবিধার আওতায় আনা হবে, বোয়ালখালীতে স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার

নির্বাচিত হলে প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন করা হবে। একইসঙ্গে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে উন্নত করার পাশাপাশি নতুন সুবিধাদির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বিজয় কুমার চৌধুরী।

সোমবার (১ জানুয়ারি) বোয়ালখালীর আমুচিয়া, আহল্লা কড়লডেঙ্গা, সারোয়াতলী ইউনিয়ন ও পৌরসভার উত্তর গোমদন্ডী এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এদিন তিনি বোয়ালখালী ঐতিহ্যবাহী আহল্লা দরবার শরীফের শাহজাদা মাইনুল ইসলাম জোনাইদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন।

বিজয় কুমার চৌধুরী বলেন, বোয়ালখালীকে ‘স্মার্ট বোয়ালখালী’-তে পরিণত করতে হলে প্রত্যেক ইউনিয়নে সমানভাবে কাজ করতে হবে। কিন্তু এই উপজেলার সর্বশেষ ইউনিয়ন কড়লডেঙ্গা, এখনও সেভাবে উন্নয়নের ছোঁয়া পায়নি। আমাকে আপনারা এমপি হওয়ার সুযোগ দিলে সমন্বিতভাবে বোয়াখালীকে আধুনিকায়ন করবো।

তিনি আরও বলেন, করলডেঙ্গা ইউনিয়ন পাহাড়ের কাছে হওয়াতে শুষ্ক মৌসুমে পানীয় জলের সমস্যা দেখা যায়। টিউবওয়েলগুলোতে পানি আসে না, বেশ কয়েক বছর যাবত বিষয়টি শুনেছি। পানি আমাদের জীবন—তাই আপনাদের সুপেয় পানির ব্যবস্থা করার দায়িত্বটা আমি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মোছলেম উদ্দীন আহমেদের মৃত্যুর পর শূন্য আসনে অল্প সময়ের জন্য নির্বাচিত হওয়া নোমান আল মাহমুদের রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করার একটা সুযোগ দিন। ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে ফুলকপি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বিজয় কুমার চৌধুরী।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আবু জাহেদ, কড়লডেঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থামসি সেন, বোয়ালখালী যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অজিত বিশ্বাস, ইউপি মেম্বার কানু, কাজী মোহাম্মদ হোসাইন খোকন, জনি দে, আমিনুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ তারেক সোবাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল আলম, পৌরসভা ছাত্রলীগের ক্রীড়া উপবিষয়ক সম্পাদক জাহিদ কুরাইশি নাঈম, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল ইসলাম (রাকিব), সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন (অনিক)।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!