ধানের শীষে ভোট চেয়ে বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদের দিনভর প্রচারণা

চট্টগ্রাম নগরের মতিয়ারপুল থেকে ধনিয়ালাপাড়া—পুরো এলাকাজুড়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ছিল টানটান নির্বাচনী উত্তাপ। আসরের নামাজ শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান ধানের শীষের পক্ষে গণসংযোগে নেমে পড়েন। তাঁর সঙ্গে ছিলেন দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। লক্ষ্য ছিল একটাই—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনতার কাছে পৌঁছে দেওয়া।

মতিয়ারপুল বায়তুল হাম মসজিদে আসরের নামাজ আদায়ের পর নিয়াজ মোহাম্মদ খান দক্ষিণ ধনিয়ালাপাড়া, চান মিয়ার বিল, সুপারি ওয়ালা পাড়া, জলিল শাহ বাড়ি এবং ধনিয়ালাপাড়ার নাজির আলি বাড়ির মহিলা সমাবেশসহ বিভিন্ন স্থানে লিফলেট বিলি করেন। সর্বস্তরের মানুষকে ধানের শীষে ভোট দিতে অনুরোধ করেন তিনি।

এ সময় তিনি বলেন, তাঁর দলের ঘোষিত ৩১ দফাই ‘বাংলাদেশের মুক্তির সনদ’ এবং তা বাস্তবায়নে জনগণের ভোটই সবচেয়ে বড় শক্তি। তাঁর দাবি, দেশকে দুর্নীতি, দুঃশাসন ও অর্থপাচার থেকে মুক্ত করতে হলে ধানের শীষকে জেতাতে হবে। গত ১৫ বছরের আন্দোলন–সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের মামলায় ও জেলে দিন কাটানোর প্রসঙ্গও তুলে ধরেন তিনি। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, যেন কেউ মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় নারীসহ সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে।

গণসংযোগে অংশ নেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর কবির ডিউক, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, এ এস এম নাছির, মোজাহের খান, ডবলমুরিং থানা বিএনপি নেতা সুফি মো. ইব্রাহীম, তাতীদলের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. সেলিম, আমির উদ্দিন বাবুল, মনির উদ্দিন বাবুল, আব্দুল করিম সেলিম, মো. শাহজাহান, বাদশা মিয়া ছিদ্দিকী, ইসমাইল, মো. ইউনুছ, আজিজুর রহমান ভুলু, সালেহ আহমদ, মো. জাহাঙ্গীর, মো. শামীম, জসিম খান, আব্দুল, পেয়ারু, আলমগীর, আমিন, সেলিম, নবীসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার তাতীদলের আহ্বায়ক রিয়াদ আব্বাস, স্বেচ্ছাসেবক দলের ২৩ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান রুবেল, জসিম উদ্দিন, মোজাম্মেল মাসুদ, দেলোয়ার, মাহবুব আলম, মো. ইসমাইল, মো. ইসলাম, আজিজসহ যুবদল নেতা মো. ফারুক, মুরাদ উদ্দিন, আলমগীর, ওয়াসিম, মাঈনউদ্দিন, সোহেল, দেলোয়ার, রুবেল, বাপ্পী ও ছাত্রদল নেতা তাহাসিন।

ksrm