নদী থেকে বালু উত্তোলন, ব্যবসায়ীকে অর্থদণ্ড ২ লাখ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালুমহালের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বালুমাহালকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের বরকল ব্রিজের পাশে শঙ্খ নদীতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই অভিযান পরিচালনা করেন।

s alam president – mobile

জানা গেছে, বরকল ব্রিজের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙছে, বড় বড় ট্রাকে পরিবহনের ফলে গ্রাম্য সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয়দের এসব অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে বালুমাহালের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!