চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন শেষে শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বরণ করে নেন।
বুধবার (২৭সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন শিক্ষার্থীদের পদচারণে।
নবীনদের উপস্থিতি এক ভিন্ন মাত্রা যুক্ত করে বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের প্রতিটি আড্ডাস্থলে পুরাতনদের পাশাপাশি আলো ছড়ায় নবীন মুখগুলোও স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে বেশ উচ্ছ্বসিত তারা।
এমনই একজন বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দেবস্মিতা রায়। তিনি বলেন, ‘যখন থেকেই বিজ্ঞান বুঝতে শুরু করেছি, তখন থেকেই ইচ্ছা প্রকৌশলী হওয়ার। আর এই স্বপ্ন পূরণে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। বিশ্ববিদ্যালয়ে ক্লাস করবো, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে পরিচিত হতে পারবো, ভেবে অনেক ভালো লাগছে।’
মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থী রাতুল ইসলাম বলেন, ‘গেট দিয়ে প্রবেশ করার সময়ই এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল যে, স্বপ্ন হাতের খুব নিকটে। নিজের প্রচেষ্টা ও সবার সহযোগিতায় পিতা-মাতা ও দেশের মুখ উজ্জ্বল করতে চাই।’
নগর ও পরিকল্পনা উন্নয়ন বিভাগের নবীন শিক্ষার্থী আদিবা তাসনিম বলেন, ‘চুয়েট সবসময়ই আমার পছন্দে শীর্ষে ছিল। এখানকার সবুজ মনোরম পরিবেশ সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। প্রথমদিনেই শিক্ষক, সিনিয়রদের থেকে এতো সহযোগিতামূলক আচরণ পাবো ভাবিনি।’
প্রশাসনের পাশাপাশি ক্যাম্পাসে সরব রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও ক্লাবগুলো। শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করছেন তারা।
এই বছর চুয়েটের ১২টি বিভাগে মোট ৯৩১টি আসনে ভর্তি হয়েছেন শিক্ষার্থীরা।
ডিজে