খুলশীর ভবনে পানি জমে থাকায় মালিককে অর্থদণ্ড

এডিস মশার বংশ বিস্তার রোধে চট্টগ্রাম নগরীতে অভিযান অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ অক্টোবর) নগরীর খুলশীর রোজভ্যালি হাউজিং সোসাইটি এলাকায় অভিযানে নির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানি থাকার কারণে ভবন মালিকের বিরুদ্ধে মামলা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, নগরীতে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে খুলশী থানার রোজভ্যালি হাউজিং সোসাইটি এলাকার বিভিন্ন বাড়ির ছাদ বাগান পরিদর্শন করা হয়। এ সময় একটি নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশ বিস্তারে উপযোগী জমাটবদ্ধ পানির উৎস পাওয়া যায়। সেই ভবন মালিকের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।’

একইসঙ্গে ফয়’স লেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এলাকায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রমও তদারকি করা হয়।

Yakub Group

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm