নোংরা সিরায় মিষ্টি রাখে চকবাজারের মিষ্টিমুখ, জামানের ফ্রিজে বাসি বিরিয়ানি

0

মিষ্টি রাখা হয়েছিল নোংরা চিনির সিরার মধ্যে। মিষ্টি রাখার পাত্র থেকে উড়ছিল মাছি। রান্নাঘরও ছিল অপরিচ্ছন্ন।

চট্টগ্রাম নগরীর চকবাজারের মিষ্টিমুখে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে মিষ্টিমুখকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট।

এছাড়া হোটেল জামানে অভিযান চালিয়ে ফ্রিজে পাওয়া গেছে রান্না করা বাসি বিরিয়ানি। অপরিচ্ছন্ন রান্নাঘরে সেগুলো নতুন করে বিরিয়ানি রান্নার সময় মিশ্রন করতে দেখা যায়। তাদের জরিমানা করা হয় ১ লাখ টাকা।

বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এছাড়াও চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে চিটাগাং শপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়। অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচলনা করার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং চসিক স্যানিটারি পরিদর্শকের মামলায় দুই দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm