পটিয়ায় চোর সন্দেহে যুবক পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রামের পটিয়ায় সুজন মিয়া নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকালে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তির হাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দু’জন এজহার ভুক্ত আসামিকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।

তথ্যটি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।

গ্রেপ্তার আসামিরা হলেন—কুসুমপুরা ইউনিয়নের জয়নাল হাবিবের ছেলে মো. রায়হান হাবিব (১৯) ও একই এলাকার মৃত আবু বক্করের ছেলে মো. আবু সাঈদ (২৫)।

নিহত যুবক সুজন মিয়া (২৪) কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার কবির হোসেনের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে উপজেলার শান্তিরহাট এলাকায় চোর সন্দেহে পিটিয়ে সুজন মিয়া নামের এক যুবককে হত্যা করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সুজন মিয়া শান্তির হাট এলাকার সাবেক গ্রান্ড সুলতান নামের একটি কমিউনিটি সেন্টারে টেবিল বয়ের কাজ করতেন। বর্তমানে সেখানে গড়ে উঠেছে একটি বেসরকারি হাসপাতাল। এরপর থেকেই সুজন মিয়া এলাকায় বখাটে ছেলেদের সঙ্গে মিশে নেশা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় নিহতের পিতা কবির হোসেন বুধবার পটিয়া থানায় একটি হত্যা মামরা দায়ের করেন।

এদিকে নিহত সুজন মিয়াকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার পর পটিয়া থানা পুলিশ বুধবার বিকালে চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এজহারনামীয় এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, চোর সন্দেহে পিটিয়ে সুজন মিয়া নামের এক যুবককে হত্যা মামলার এজহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মিয়াকে হত্যার কথা স্বীকার করেছে। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm