চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় প্রাণ হারিয়েছে এক গৃহবধূ। এ ঘটনায় আহত হয়েছে তার স্বামী ও শিশু সন্তান।
নিহতের নাম ফজিলাতুন্নেছা (২৮)। তিনি মোটরসাইকেলে স্বামী ও ছেলের সঙ্গে বান্দরবান যাচ্ছিলেন।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৯টার দিকে মো. আলিমুজ্জামান সুজন (৩১), তার স্ত্রী ফজিলাতুন্নেছা এবং ৬ বছর বয়সী ছেলে হুমায়ের হাম্মাদকে নিয়ে চট্টগ্রাম থেকে মোটরসাইকেল করে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন।
পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া নয়াহাট এলাকায় পৌঁছালে তাদের সামনে থাকা একটি লেগুনা হঠাৎ ব্রেক করে। এ সময় তিনিও মোটরসাইকেলে ব্রেক করেন। এতে পেছনে বসা স্ত্রী ফজিলাতুন্নেছা সিট থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ওই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি ‘লন্ডন এক্সপ্রেস’ পরিবহনের বাস ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ফজিলাতুন্নেছা।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আলিমুজ্জামান ও ছেলে হাম্মাদও দুর্ঘটনায় আহত হন। তবে তারা পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ আছেন বলে জানা গেছে।
পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সার্জেন্ট ওয়াসিম আরাফাত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি একটি লন্ডন এক্সপ্রেস পরিবহনের বাস মহাসড়কে চাপা দিলেই ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী নারী। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিকা দাশ বলেন, মাথায় আঘাত নিয়ে রোগীকে হাসপাতালে আনা হয়। মাথার পেছনের অংশ সম্পূর্ণ পিষ্ট হওয়ায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
নিহত ফজিলাতুন্নেছার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানা এলাকায়। তার স্বামী মো. আলিমুজ্জামান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
ডিজে



