পটিয়ায় মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

0

মাকে গুলি করে খুনের ঘটনায় চট্টগ্রামের পটিয়ার সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা শামসুল ইসলাম মাস্টারের ছেলে মাঈনুদ্দীন মো. মাঈনুকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার র‍্যাব-৭ চট্টগ্রাম তাকে গ্রেপ্তার করে। হত্যায় ব্যবহৃত একটি অস্ত্রও উদ্ধার করেছে র‍্যাব।

এসব বিষয় নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনার দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জায়গা জমি ও ব্যাংকের জমানো টাকা নিয়ে বিরোধের জেরে গুলি করে ছেলে মাকে হত্যা করে পালিয়ে যায়। বাড়ির একটি কক্ষ থেকে একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গত ১৩ জুলাই সামশুল আলম মাস্টার মারা যান। তিনি পটিয়া পৌরসভার মেয়র ছিলেন। মৃত্যুর পর থেকে ছেলে মাঈনুদ্দীন টাকা-পয়সা ও সম্পত্তি নিয়ে মাকে নিয়মিত চাপ প্রয়োগ করতেন বলে প্রতিবেশীরা জানান।

Yakub Group

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm