চট্টগ্রামের পটিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে ২৫০ দরিদ্র মানুষকে চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) সকালে পটিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এ চাল বিতরণ করা হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র আইয়ুব বাবুল।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, কাউন্সিলর গোফরান রানা।
আরও বক্তব্য রাখেন ইকবালুর রহমান রহমান ওপেল, তারেকুর রহমান তারেক, রবিউল আলম খোকন, আবুল হাসান সোহেল, শাহরিয়ার শাহজাহান, আলী আজম ওয়াসি ও আমজাদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
ডিজে