পতেঙ্গায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান জাতির ইতিহাসে অম্লান থাকবে। আজ তিনি অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নগর বিএনপির উদ্যোগে নগরীর পতেঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, সম্পাদকীয় মন্ডলীর সদস্য মো. ইকবাল, ইয়াছিন আজাদ, ফজলুর রহমান।

আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের শফিক, পারভেজ, সুমন, থানা যুবদলের জানে আলম মিন্টু, তাজ উদ্দিন লিটন, মো. জাকির, মাহফুজুল আলম দীপন, মঞ্জু, আলমগীর হোসেন জুয়েল, ইকবাল হোসেন, শাহজাহান, লোকমান হোসেন, সাহেদ, শাহজাহান, শফি, রানা, জিলহাজ শাকিল, গৌরব, তুহিন, নুরুজ্জামান বাবু, সালমান তিতাস, মো. এরশাদ, ওয়ার্ড যুবদলের মো. শাহেদ, মুন্না, নাজিম, জাহিদুল আলম।

মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

ksrm