পরশই প্রধান অতিথি, মোশাররফ ‘সম্মানিত’ চট্টগ্রাম উত্তর যুবলীগের সম্মেলনে
মুদ্রিত পোস্টার গেল সাত উপজেলায়
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও সমালোচনার পরও শেষমেশ অপরিবর্তিতই থাকছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনের অতিথি তালিকা। সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি থাকছেন যথারীতি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ‘সম্মানিত অতিথি’ রাখা নিয়ে বিতর্ক তৈরি হলেও সেখানেও কোনো পরিবর্তন ঘটেনি শেষ পর্যন্ত। এর মধ্যে যুবলীগের সম্মলনের পোস্টার ছাপানো শেষ করে উপজেলা পর্যায়ে বিতরণও করা হয়েছে। বুধবার (২৫ মে) থেকে শুরু হয়েছে পোস্টার সাঁটানো।
বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির আহ্বায়ক আশেক এলাহী সোহেল।
চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘আমাদের সম্মেলনের পোস্টার মঙ্গলবার (২৩ মে) ছাপানো হয়েছে। আজ (বুধবার) পোস্টারগুলো বিভিন্ন উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে।’
আগামী রোববার (২৯ মে) সকাল ১০টায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী হাই স্কুল মাঠে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে মুদ্রিত পোস্টারে অতিথি তালিকায় কোন পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি ‘না’ সূচক জবাব দেন।
এর আগে উত্তর জেলা যুবলীগের সম্মেলনের পোস্টার অনলাইন মাধ্যমে প্রচার হয় আরও দিনপাঁচেক আগে। চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি করা হয়েছে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে।
এতে ‘সম্মানিত অতিথি’ হিসেবে রাখা হয়েছে যথাক্রমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে। এতে প্রধান বক্তা রাখা হয়েছে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলকে।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও উত্তর জেলার আওতাধীন সংসদীয় আসনগুলো থেকে নির্বাচিত আওয়ামী লীগের দলীয় সাংসদদের রাখা হয়েছে বিশেষ অতিথি হিসেবে।
সেই সময়ে সম্মেলনে অতিথি তালিকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ‘সম্মানিত অতিথি’ করা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
সেটি নিয়ে স্থানীয় নেতাকর্মীরা সমালোচনায় মুখর হলেও বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এই বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যুবলীগের সম্মেলন— তাদের সাংগঠনিক বিষয়। তারা কিভাবে সিদ্ধান্ত নেবে এটা তাদের ব্যাপার। তারা যেটা দিয়েছে সেটাই হবে, অসুবিধা কোথায়? যুবলীগ তাদের মতো পোস্টার করছে। এটাকে তারা ঠিক মনে করছে।’
যদিও স্থানীয় নেতাকর্মীদের প্রতিক্রিয়া আমলে নিয়ে জেলা যুবলীগের তরফ থেকে বলা হয়েছিল তারা পোস্টারটি ছাপানো স্থগিত রেখে এই বিষয়ে কেন্দ্রের সাথে কথা বলছে।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘আলোচনার প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে তারা সবাই বসে পরিস্থিতি মূল্যায়ন করে প্রতিক্রিয়া দেবেন। এই বিষয়ে যুবলীগের যৌক্তিক অবস্থানও থাকতে পারে।’
এর মধ্যে বুধবার (২৫ মে) সম্মেলনস্থল পরিদর্শন করে এসেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা।
সম্মেলনস্থল পরিদর্শন শেষে শেখ আতাউর রহমান আতা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এটা আমাদের দায়িত্ব। আমরা যেহেতু মুরব্বি সংগঠন সেহেতু সহযোগী সংগঠনের সম্মেলন হবে খোঁজ খবর রাখা।’
এআরটি/সিপি