পায়ুপথে স্বর্ণ এনে চট্টগ্রাম বিমানবন্দরে ধরা দুবাইয়ের যাত্রী

0

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে চারটি স্বর্ণবারসহ আটক করা হয়েছে। এর মধ্যে দুটি তিনি ঘোষণা দিয়ে আনলেও বাকি দুটি আনেন পায়ুপথের ভেতর দিয়ে।

ওই যাত্রীর নাম মো. রফিকুল ইসলাম। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া এলাকায়।

মঙ্গলবার (১৯ জুলাই) এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা এ অভিযান চালায়।

এ যাত্রীর কাছ থেকে ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার, ২৪ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ১৫ কার্টন সিগারেট, কসমেটিক, চকলেট, ফুড আইটেম পাওয়া যায়। এসবের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ৩ হাজার টাকা।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানায়, সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে আসেন ওই যাত্রী। কাস্টমস কর্মকর্তাদের কাছে দুটি স্বর্ণের বার আনার ঘোষণা দিয়ে ৪০ হাজার টাকা শুল্ক কর পরিশোধ করেন।

Yakub Group

এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছে সন্দেহ হলে এক পর্যায়ে আর্চওয়ে দিয়ে ওই যাত্রীকে হাঁটানো হয়। এতে তার শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এ সময় তিনি মলদ্বারে দুটি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। পরে ওয়াশরুমে গিয়ে তা বের করে দেন।

চট্টগ্রামের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মো. রফিকুল ইসলামের কাছ থেকে প্রায় ৩৫ লাখ ৩ হাজার টাকার মূল্যের স্বর্ণ ও সিগারেট আটক করা হয়েছে। এ অপরাধে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।’

তিনি বলেন, ‘২৪ ক্যারেটের ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ১৫ কার্টন সিগারেট, কসমেটিক, চকলেট, ফুড আইটেম পাওয়া যায়।’

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm