পিসিআইইউ মিডিয়া ক্লাবের গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘ফাউন্ডেশন অব সোশ্যাল সায়েন্স’ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্ম জুম-এ ৬টি দেশের গবেষক, একাডেমিক ব্যক্তিত্ব এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালায় সমসাময়িক গবেষণা পদ্ধতি ও সামাজিক বিজ্ঞান বিষয়ক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় পিসিআইউ মিডিয়া ক্লাবের উপদেষ্টা এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র ফ্যাকাল্টি প্রশান্ত কুমার শীলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিআইইউ’র মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী।

পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাশ গুপ্তের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আলজেরিয়ার কাসদি মেরবাহ ইউনিভার্সিটি অব ওয়ারগলার’র ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমর লুসিফ।

প্রধান বক্তা ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব অটোয়া’র প্রফেসর ড. ভানু ভক্ত আচার্য্য। তিনি সামাজিক বিজ্ঞান বিষয়ক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, তথ্য বিশ্লেষণ এবং গবেষণা নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এছাড়া কর্মশালায় আন্তর্জাতিক শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভারতের গিরিজানন্দ চৌধুরী ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ড. পূজা সেন, নাইজেরিয়ার এডো ইউনিভার্সিটি আইয়ামহো’র সহযোগী অধ্যাপক ড. ব্লেসড ফ্রেডেরিক ন্গনসো, পাকিস্তানের বাহাউদ্দীন জাকারিয়া ইউনিভার্সিটির ড. জাহীন বিনীশ, ইকরাহ ন্যাশনাল ইউনিভার্সিটির ড. মুনসিফ উল্লাহ আফ্রিদি, ইন্দোনেশিয়ার ইউনিভার্সিতাস আত্মা জয়া যোগজাকার্তা’র ড. আইকে দেবী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডিয়া ক্লাবের উপদেষ্টা এবং সাংবাদিকতা ও গনমাধ্যম অধ্যয়ন বিভাগের ফ্যাকাল্টি শাহরিন জাহ্ওয়া রিফাত, পিসিআইইউ মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী এবং পিসিআইইউ মিডিয়া ক্লাবের নির্বাহী সদস্য ও শিক্ষার্থীরা।

সামাজিক বিজ্ঞান বিষয়ক গবেষণায় নতুন দিকনির্দেশনা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এই কর্মশালাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

ksrm