পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু রাঙ্গুনিয়ায়

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দু’জন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনসৌদিয়া এলাকার পূর্বপাড়া গ্রামের মাহবুব আলমের মেয়ে লাবিবা (৫) ও সৈয়দুল আলমের ছেলে মো. আলিফ (৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে খাওয়া শেষে লাবিবা ও আলিফ দু’জন বাড়ির উঠানে খেলছিল। খেলার সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়।’

Yakub Group

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন, ‘দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছেছি। মৃত দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm