s alam cement
আক্রান্ত
১০১৫১৬
সুস্থ
৮৬৪১৯
মৃত্যু
১২৮৯

বক্তব্য দিতে ওঠে হঠাৎ স্ট্রোক, মুহূর্তেই মৃত্যু চট্টগ্রামের শ্রমিক নেতার (ভিডিও)

0

চট্টগ্রামে শ্রমিকদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ই হঠাৎ স্ট্রোক করে মারা গেলেন এক শ্রমিক নেতা। তার নাম আবু তাহের (৪৫)। তিনি চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রামের হাটহাজারী বাসস্টেশন মোড়ের এক রেস্টুরেন্টে আয়োজিত সভা চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংগঠনটির দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না। দ্রুত নির্বাচনসহ শ্রমিকদের নানা দাবিতে বক্তব্য দিচ্ছিলেন আবু তাহের। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থবোধ করলে তাকে পানি পান করানো হয়। এরপর আবারও বক্তব্য দিতে গিয়ে তিনি নিচে পড়ে যান।

এরপর তাকে দ্রুত হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, বৃহস্পতিবার বিকালে শ্রমিক নেতা আবু তাহেরকে তার গ্রামের বাড়ি নন্দীরহাটে দাফন করা হয়।

Din Mohammed Convention Hall

আবু তাহের চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন। এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা ছিল তার। তাহেরের গ্রামের বাড়ি হাটহাজারীর নন্দীরহাট এলাকায়।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm