বাকলিয়ায় ইয়াবা নিয়ে ধরা বাসের ড্রাইভার-হেলপারসহ ৩ জন

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ঢাকাগামী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাসটি কক্সবাজার থেকে আসছিল।

গ্রেপ্তার আসামিরা হলেন গোপালগঞ্জের তোফাজ্জেল শেখের ছেলে বাস ড্রাইভার দাউদ শেখ (৪২), যশোর সদরের আনসার মণ্ডলের ছেলে গাড়ির হেলপার টিপু সুলতান (৩৪) ও বগুড়ার শাজাহানপুরের আব্দুল সাত্তারের ছেলে হারুন অর রশিদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর (উত্তর) গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তল্লাশি করে বাসের এসিবক্সের ভেতরে স্ক্রু দিয়ে আটকানো ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। বাসটি জব্দ করা হয়েছে।’

গ্রেপ্তারদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Yakub Group

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm