s alam cement
আক্রান্ত
১০২১৮২
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২১

বায়েজিদে ট্রাক চাপায় চসিক কাউন্সিলরের পিতার মৃত্যু

0

নগরীর বায়েজিদে ট্রাকে চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বায়েজিদ এলাকার শেরশাহ বাংলাবাজার লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম (৫৮) বায়েজিদ বোস্তামী থানাধীন চা-বোর্ড ২নং রোড কবিরবাগ এলাকার আফাজুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত বেলালের বাবা।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ মোড়স্থ গোলচত্বরে ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক শামসুল আলম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়, ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাউন্সিলর আবুল হাসনাত বেলাল জানান, আমার বাবার নামাজে জানাজা সোমবার বাদ এশা লালখান বাজার জামে মসজিদে ও রাত ১১টায় গ্রামের বাড়ি বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের ছৈয়দ নগরে আহসান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

আরএ/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm