চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামী মাজারের পুকুরে গোসল করতে নেমে আজমীর হোসেন নামের এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
নিহত আজমীর হোসেন (১৮) ওই এলাকার বেলাল হাওলাদারের ছেলে। তিনি এশিয়ান গার্মেন্টসে কাজ করতেন।
আজমীর হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন বায়োজিদ থানার কনস্টেবল নূর মোহাম্মদ। তিনি বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আজমীর নামের এক কিশোর মাজারের পুকুরে গোসল করতে নামে। এরপর ডুব দিলে সে আর ওঠেনি। এলাকার সহায়তায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এখনও পর্যন্ত তার কোনো আত্মীয়-স্বজন আসেননি। মরদেহ মর্গে রাখা আছে বলে জানান নূর মোহাম্মদ।
আরএ/ডিজে