বৃষ্টিতে সীমানা প্রাচীর ভেঙে গেছে পাহাড়তলী রেলওয়ে স্টোর ডিপোর

1

চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের নিউ স্টোর ডিপোর সীমানা প্রাচীর ভেঙে গেছে।

অতি বৃষ্টির ফলে দেওয়ালের গোড়া থেকে মাটি সরে এ ভাঙনের সৃষ্টি হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এতে অরক্ষিত হয়ে পড়েছে নিউ স্টোর ডিপোর কোটি কোটি টাকার মালামাল।

শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে খুলশী থানাধীন আমবাগান ক্যান্টিনগেইট এলাকায় অবস্থিত ওই সীমানা প্রাচীরের প্রায় ৩০ফুট অংশ ধসে যায়।

নিউ স্টোর ডিপোর প্রধান সহকারী বেদার উদ্দিন বলেন, ‘সীমানা প্রাচীরের বিভিন্ন স্থান ধসে গেছে। আগেও কিছু স্থানে ধসে হয়েছিল। সে সময় টিন দিয়ে ঘেরাও দেওয়া হয়েছিল। দেয়ালের বিকল্প হিসেবে টিন দেওয়া হলেতো নিরাপত্তা নিশ্চিত হবে।’

Yakub Group

তিনি বলেন, শুক্রবার রাতে প্রায় ৩০ ফুট দেয়াল ধসে যায়। এতে রেলওয়েৃর কোটি কোটি টাকার মালামাল অরক্ষিত হয়ে যায়। আগেও সীমানা প্রাচীর মেরামত করার জন্য বহুবার রেলওয়ে প্রকৌশল দপ্তরকে চিঠি প্রদান করা হয়। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

1 মন্তব্য
  1. Samet বলেছেন

    রগকক

    স. S. amet

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm