বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কর্ণফুলীতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

0

বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে আবু বক্কর (১৫) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) দুপুর বারোটায় উপজেলার ফোর স্টার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির উপ-সহকারি পুলিশ পরিদর্শক মোহাম্মদ সিরাজ।

নিহত আবু বক্কর আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মুহাম্মদ সবুরের ছেলে। সে বড়উঠানের নানার বাড়ি থেকে দারুলউলুম ফোরকানিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সাথে কথা জানা গেছে, কর্ণফুলীর দৌলতপুর দারুলউলুম ফোরকানিয়া মাদ্রাসায় বার্ষিক সভা থেকে বের হয়ে বড়উঠানের তার নানার বাড়িতে যাচ্ছিলো নিহত আবু বক্কর। এ সময় উত্তর দিক দিয়ে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো নিহতের পরিবার কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm