চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও বৈদেশিক মুদ্রাসহ মো. ইমরান হোসেন মুন্না নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ মে) ভোর ৪টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল এলাকায় থেকে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন লে. কর্নেল সালাহ উদ্দিন আল মামুন।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ৫টি দেশীয় অস্ত্র, নগদ ৮৯ হাজার ৮২৫ টাকা, ১১০ দিরহাম, ২টি স্মার্ট মোবাইল ফোন ও ৬৮টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
লে. কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুন জানান, আটক আসামি একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তিনি অবৈধ বালুর ব্যবসার সঙ্গে জড়িত। জব্দ করা মালামালসহ আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিজে