চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোলের বস্তিস্তে অগ্নিদুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম স্বেচ্ছাসেবকলীগের নব গঠিত কমিটি।
সোমবার (২১মার্চ) অগ্নিকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রত্যককে নগদ ৩ হাজার টাকা ও গৃহস্থালী আসবাবপত্র বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি দেবাশিষ নাথ দেবু ও সাধারন সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই উপহার প্রদান করা হয়।
এছাড়াও,মঙ্গলবার (২২ মার্চ) প্রতিটি পরিবারকে সিলিং ফ্যান দেওয়া হবে বলে জানান নগর স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।
এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে যেকোনো দুর্যোগে চট্টগ্রাম স্বেচ্ছাসেবকলীগ জনসাধারণের পাশে থাকার দৃঢপ্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাস, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, মো. মাসুদ খান, দেবাশীষ আচার্য্য, তোসাদ্দেক নুর চৌধুরী তপুসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএস/এমএহক