মনোনয়নপত্র জমা দিলেন চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ।

সোমবার (২৭ মার্চ) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

নির্বাচিত হলে বোয়ালখালীর উন্নয়নে কাজ করবেন জানিয়ে নোমান আল মাহমুদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। দল আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি পালনের চেষ্টা করবো। নির্বাচিত হলে বোয়ালখালীর উন্নয়নে কাজ করবো।

s alam president – mobile

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, খোরশেদ আলম সুজন দক্ষিণ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

এর আগে শনিবার (২৫ মার্চ) দলীয় মনোনোয়ন ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন অফিসে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নোমান আল মাহমুদ। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৫ এপ্রিল পর্যন্ত। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Yakub Group

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm