মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আনোয়ারায়

0

মূল্য তালিকা না টাঙানোয় চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান চৌধুরী বলেন, প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হচ্ছে। পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm