মেয়র রেজাউল করিম গুলিবিদ্ধের ঘটনায় চেয়ারম্যান রিপনের নামে মামলা

ফেনী নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনসহ ৪ জন গুলিবিদ্ধের ঘটনায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়য়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপনকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে মিজানুর রহমান বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় এ মামলা করেন।

এ ঘটনায় ২ জনকে আটক করেছে বলে জানিয়েছেন পুলিশ।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) খালেদ হোসেন জানান, ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর কলমিচর এলাকায় বালু তোলাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপনকে প্রধান আসামী করে মোট ২০ জনের নামে মামলা হয়েছে সোনাগাজী মডেল থানায়।

এ মামলায় শাকিল ও নুর আলম নামে ২ জন এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন

Yakub Group

প্রসঙ্গত শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মুহুরি সেচ প্রকল্প সংলগ্ন ফেনী নদীর কলমিচর এলাকায় মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ ৪ জন বালু উত্তোলনের বিরোধের জেরে গুলিবিদ্ধ হন। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm