চট্টগ্রাম নগরীতে সিটি বাসের যাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের পর গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার ঘটনায় চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় নগরীর বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা কমিশনার গলি এলাকায় এই ঘটনা ঘটে। রোববার (৬ আগস্ট) বিকালে আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন কক্সবাজারের পেকুয়া থানার মগনামা এলাকার মো. রহিম উল্লাহর ছেলে মো. মাহাদুল করিম (২০), ভোলার লালমোহন থানার রমাগঞ্জ এলাকার মো. আলমের ছেলে মো. রাকিব ওরফে মেহেদী (১৯), হাটহাজারী থানার ফতেয়াবাদ এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. সাইদুল ইসলাম জিসান (১৯) ও কুমিল্লার চান্দিনা থানার মো. মবিনের ছেলে মো. মফিজ (২৯)।
ঘটনা সূত্রে জানা গেছে, মো. আল মামুন নামের এক কিশোর তার বোনের বাসায় বেড়াতে যাওয়ার জন্য রাঙামাটি থেকে চট্টগ্রাম আসে। শনিবার সন্ধ্যায় ওই কিশোর ২ নম্বর গেটে নেমে বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এলাকায় যাওয়ার জন্য ১০ নম্বর বাসে ওঠে। বাসটি রাত সাড়ে ৮টায় মাইলের মাথা পৌঁছলেও বাসের হেল্পারসহ কয়েকজন তাকে বাস থেকে নামতে না দিয়ে কাটগড় নিয়ে যায়।
এরপর বাসটি কাটগড়ে সকল যাত্রী নামিয়ে দিয়ে তাকে নিয়ে ফের ইপিজেডের দিকে আসতে থাকে। ইপিজেড থেকে বাসটি আবার ৭-৮ জন মহিলা যাত্রী তোলে। এরপর ২ নম্বর মাইলের মাথা কমিশনার গলির সামনে আসলে গাড়ির হেল্পার ও তার সহযোগীরা মামুনকে ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়।
ওই সময় কৌশলে একজন মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। এরপর সামনে যেতে চাইলে নারী যাত্রীরা চিৎকার চেঁচামেচি করলে পথচারীরা গাড়িটি আটক করে। এই সময় পথচারীরা মাহাদুল করিম নামের একজনকে মারধর করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে, পুরাতন চান্দগাঁও এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় ওই কিশোরের দুলাভাই দেলোয়ার হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।’
আরএ/ডিজে