চট্টগ্রামের রাউজানের এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা মামলার আসামি ফজলুল করিম ওরফে ফজুকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে রাউজান উপজেলার বাসস্ট্যান্ডের মালিক সমিতির অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলুল করিম ওরফে ফজু রাউজান উপজেলার হরিষাপাড়া গ্রামের মৃত জহরু মিয়ার ছেলে। গত সাত বছর ধরে তিনি পলাতক ছিলেন।
এর আগে গত ১১ জানুয়ারি শহিদুল আলম হত্যার মূল পরিকল্পনাকারী আজিজ উদ্দিন ওরফে আজিজ্যা (৪০) এবং ২৬ জুন ইউসুফকে গ্রেপ্তার করা হয়। আসামিরা গত ৭ বছর ধরে পলাতক ছিলেন।
র্যাব জানায়, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাউজান-রাঙামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগ কর্মী শহিদুল আলমকে (৩৫) একটি প্রাইভেট মাইক্রোবাস থেকে নেমে মুখোশ পড়া সন্ত্রাসীরা গুলি করে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর নিহত শহিদুলের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করলে আসামিরা বিদেশে পালিয়ে যায়। পরে আসামিরা দেশে এসে আবারও চুরি, ডাকাতি, চাঁদাবাজি এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।
এমএ/ডিজে