s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

রক্তের বন্ধনে পটিয়ার পূর্ণাঙ্গ কমিটি গঠন

0

চট্টগ্রামের পটিয়ার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘রক্তের বন্ধনে’ পটিয়ার ৫২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা আসহাব উদ্দীন জনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে এম আবুল হাশেম রাব্বুকে সভাপতি, রেজাউল আজিমকে সাধারণ সম্পাদক ও মো. সেলিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কমিটিতে রিয়াদ মোর্শেদ, আজাদ হোসেন, আনিসুর রহমান, আকাশ বড়ুয়া, মহিউদ্দিন সজিব, সায়েম বিন মামুন, বেলাল হোসেন, শাহেদুল ইসলাম, এম আবদুর শুক্কুরকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

আশিক হোসেন, আমির হোসেন, আরাফাত উদ্দীন শাওন, শোয়াইবুল ইসলাম, তানভীর সিফাত, মিজানুর রহমানকে যুগ্ম সম্পাদক করা হয়।

এছাড়া মো. জিতুকে সহ সাংগঠনিক, জিয়াউদ্দিন বাবলুকে অর্থ সম্পাদক, মুবিনুল ইসলামকে সহ-অর্থ সম্পাদক, মো. জয়নালকে প্রচার সম্পাদক, মো. আরাফাতকে সহ-প্রচার, মেহেরুন্নেছাকে মহিলা সম্পাদিকা, সাবরিনা সাবু, জান্নাতুল মাওয়া, তানাস চৌধুরী, হামিদা বেগমকে সহ-মহিলা সম্পাদিকা, মো. তৌহিদকে ছাত্রবিষয়ক সম্পাদক, মো. রিসানকে স্বাস্থ্য বিষয়ক, সরোয়ার কামালকে বিভাগীয় সম্পাদক, মো. সবুজকে সমাজসেবা সম্পাদক, মো. মানিককে মিডিয়া সম্পাদক, উৎসবকে ছাত্র-উপ সম্পাদক, মো. ইলহামকে ধর্ম সম্পাদক, সুকান্ত দেকে গ্রাম উন্নয়ন সম্পাদক।

অন্যদিকে রিফাত, জাওয়াদুল, মিরাজ মাহবুব, নাইম, মোরশেদ, মিরাজ, সাকিব ও ফাহিমকে সিনিয়র সদস্য এবং ইফতেখার, অপি, ইমরান, হাসান, সাইম, ঐশী ও তাফহিমকে সদস্য করা হয়েছে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm