গভীর রাতে সিলেট থেকে চট্টগ্রামের দিকে আসতে থাকা একটি ট্রেনের ভেতর এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে ট্রেনের পরিচালককে।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে চারটার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে ধর্ষণের এই ঘটনা ঘটেছে। রাত ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি ঘটনার সময় কুমিল্লার লাকসাম এলাকা অতিক্রম করছিল। পরে ট্রেনটি বুধবার (২৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায়।
এই ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএস কর্পোরেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এরা হলেন জামাল (২৭), শরীফ (২৮) ও রাশেদ (২৭)। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠানটির লাইসেন্স অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকেও এ ঘটনায় সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
জানা গেছে, ঘটনার শিকার ১৯ বছর বয়সী ওই তরুণী উদয়ন এক্সপ্রেসের খাবার বগিতে অবস্থান করছিলেন। এ সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএস কর্পোরেশনের কয়েকজন কর্মী তরুণীটিকে শুরুতে উত্যক্ত করার চেষ্টা করে। পরে ভোররাত সাড়ে চারটার দিকে ওই বগিতে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ওই তরুণীর বাড়ি বান্দরবান জেলায়। তবে তিনি আত্মীয়দের সঙ্গে ভৈরবে থাকেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।