পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)।
হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের অকাল মৃত্যুতে রামগড় তথা খাগড়াছড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ২০১৪ সালে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে তিনি খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির রাজনীতিতে জড়িত থাকলেও দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল।
বুধবার সকালে মরহুমের প্রথম জানাজার নাম অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ প্রপার্টিজ আবাসিক এলাকায়। বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় রামগড় কেন্দ্রীয় ঈদগাহে। আছরের পর ফেনীর ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক মরহুম সাহাবউদ্দীন ভূঁইয়ার দ্বিতীয় পুত্র তিনি। তাঁর বড়ভাই দাউদ ভূঁইয়া চট্টগ্রাম-ঢাকা-খাগড়াছড়ি রুটের শান্তি পরিবহন মালিক সমিতির সভাপতি।

