রামুতে শাশুড়িকে হত্যার পর মাটিচাপা, আটক পুত্রবধূ

0

কক্সবাজার জেলার রামু উপজেলাতে উমখালীর মিঠাছড়ি হাজিরপাড়ায় শাশুড়িকে হত্যার পর বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে শাশুড়ি মমতাজ বেগমকে (৬০) হত্যার দায় স্বীকার করেছেন অভিযুক্ত পুত্রবধূ রাশেদা বেগম (২৫)। তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

রোববার (১৭ জুলাই) সকালে নিহতের ছেলে বাড়ির পাশে টিউবওয়েলে গেলে নতুন খোঁড়া মাটি দেখতে পান। এরপর অল্প মাটি খুঁড়েই তার মায়ের শাড়ি দেখে স্থানীয়দের জানান।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মমতাজ বেগমের লাশ উদ্ধার করে।

অভিযুক্ত রাশেদা জানান, শনিবার সকালে শাশুড়ি মমতাজ বেগমের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। এরপর টুকরো টুকরো করে বস্তাবন্দি করা হয় লাশ। বাড়িতে কেউ না থাকার সুযোগে টিউবওয়েলের পাশে বস্তাবন্দি করে লাশ মাটিচাপা দেন।

Yakub Group

ঘটনাস্থলে থাকা রামু থানা পুলিশের উপপরিদর্শক মো. মন্জু বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সরকারি মেডিক্যাল কলেজ মর্গে লাশ পাঠানো হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm