রিয়াজউদ্দিন বাজারে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে সুমন সাহা (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) রাতে আব্দুল্লাহ সিদ্দিকী রোডে আরএস টাওয়ার নামে একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত সুমন হাজারী গলির স্বর্ণ ব্যবসায়ী শ্যামল সাহার ছেলে। সুমনদের বাড়ি কুমিল্লা হলেও পরিবার নিয়ে থাকতেন চট্টগ্রামের নন্দনকানন ২ নম্বর গলিতে।

সুমনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, মধ্যরাতে সুমন নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

লাশটির ময়নাতদন্ত করার পর মৃত্যুর রহস্য জানা যাবে, তবে প্রাথমিকভাবে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।।

Yakub Group

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!