লিভারের চিকিৎসায় ফাইব্রোস্ক্যান কম্পাক্ট যুক্ত হলো চট্টগ্রামের পার্কভিউতে

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে নতুন সংযোজন হয়েছে ফাইব্রোস্ক্যান কম্প্যাক্ট ৫৩০ মেশিন। ফ্রান্সের এই উন্নত মেশিন দিয়ে সহজেই লিভারের রোগ নির্ণয় করা যাবে।

রোববার (১১ জুন) হাসপাতালের অডিটোরিয়ামে ফ্যাটি লিভার ও বিশ্ব ন্যাশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. এমএ হাসান চৌধুরী।

s alam president – mobile

বিশেষ অতিথি ছিলেন গ্যাস্ট্রোন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এরশাদ উদ্দিন আহমেদ, হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অলক কুমার রাহা, গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. মোস্তফা নূর মহসিন, মো. তাসবীরুল হাসান জিহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. মো. জসিম উদ্দিন
ও সঞ্চালনায় ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ফ্যাটি লিভার বা যকৃতে চর্বি জমে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক হারে বাড়ছে। ফাইব্রোস্ক্যান কম্প্যাক্ট ৫৩০ মেশিনটির মাধ্যমে সহজেই লিভারে জমে থাকা চর্বি শনাক্ত ও চিকিৎসা করা যাবে।

Yakub Group

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ল্যাব পরিচালক ডা. মাহবুবুর রহমান চৌধুরী, কম্পায়েন্স পরিচালক ডা. সালাউদ্দিন এমএএইচ চৌধুরী, মেডিকেল পরিচালক (ল্যাব সার্ভিস) ডা. আহামদ রহিম, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মো. হুমায়ুন কবীর, মার্কেটিং ম্যানেজার মো. জাহেদুল ইসলাম, এডমিন অফিসার সরফুদ্দীন আহমেদ, সিনিয়র অফিসার (ব্র্যান্ডিং) মো. নেজাম উদ্দিন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!