s alam cement
আক্রান্ত
৬২৯১৩
সুস্থ
৫০৩৩৫
মৃত্যু
৭৪৪

শ্বাসের তীব্র কষ্ট নিয়েই মারা গেলেন মসজিদের ইমাম

0

কক্সবাজারের চকরিয়ায় করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মাওলানা শিহাব উদ্দিন (৫০) নামে এক মসজিদের ইমাম মৃত্যুবরণ করেছেন। বুধবার (৭ জুলাই) বিকাল ৫টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন।

শিহাব উদ্দিন উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার নাছির উদ্দিনের ছেলে। এছাড়া চকরিয়ায় শেষ ২৪ ঘণ্টায় ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে রাত ৯টায় নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদুল হক।

শিহাব উদ্দিনের ছোট ভাই কফিল উদ্দিন বলেন, শ্বাসকষ্ট নিয়ে তিনদিন আগে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আমার বড় ভাই। বুধবার সকালে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর আগে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা দেয়া হয়। শিহাব উদ্দিন বিএমচর ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm