s alam cement
আক্রান্ত
৭৪৫৬২
সুস্থ
৫৩৬৬২
মৃত্যু
৮৭৪

সমুদ্রের ঢেউয়ে ধসে পড়লো জেলা পরিষদ রেস্ট হাউজ

0

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় স্থাপিত জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবি’ ধসে পড়েছে। শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক।

তিনি জানান, সাগর উত্তাল থাকায় ঢেউ আছড়ে পড়ছিল সাগরের কোলে। ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজটি। তবে এ সময় কেউ সেখানে ছিল না। তাই কোনো হতাহত হয়নি।

কক্সবাজার জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবার সকালের দিকে হঠাৎ ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ পাড়ে ভাঙন রোধে স্থাপন করা জিও ব্যাগের ব্যাগের সঙ্গে আটকে আছে।

এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm