রাঙামাটির সাজেকে বিজিবির একটি টহলকারী পিকআপ পাহাড়ের খাদে পড়ে যায়। এতে তিন সদস্য আহত হয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ১টায় সাজেকের সিজকছড়ার হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—নায়েক মো. মোয়াজ্জেম, সেলিম ও রাকিব। তাদের মধ্যে নায়েক মোয়াজ্জেম গুরুতর হওয়ায় হেলিকপ্টারে করে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, টহল চলাকালে পিকআপটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের সাজেক বেইস ক্যাম্পের স্কট পিকআপ হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিল।
এএইচ/ডিজে

