সাফজয়ী সেরা গোলরক্ষক রূপনা পেলো নতুন ঘর

নতুন ঘর পেলো নারী সাফ ফুটবল চ্যাম্পিয়ানের শ্রেষ্ঠ গোলরক্ষক রূপনা চাকমা।

সাফজয়ী সেরা গোলরক্ষক রূপনা পেলো নতুন ঘর 1
সাফজয়ী সেরা গোলরক্ষক রূপনা চাকমার ছবি হাতে মা কালাসোনা চাকমা

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রূপনা চাকমার মা কালাসোনা চাকমার হাতে ঘরের চাবি হস্তান্তর করেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুণ দেওয়ান, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দা সাদিয়া নূরীয়া, ওসি সুজন হালদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশ, জেলা স্কাউট নেতা নুরুল আবছার।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রূপনা চাকমার বাড়ি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার ঘরটি রূপনা চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে প্রধানমন্ত্রী ঘরের উদ্বোধন করবেন।’

এদিকে নতুন ঘরের চাবি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কৃতী ফুটবলার রূপনা চাকমার মা কালাসোনা চাকমা। কালাসোনা চাকমা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

Yakub Group

নতুন সেমিপাকা বসতঘরটিতে ৩টি বেডরুম, ড্রইং রুম, ডাইনিং রুম, কিচেন ও ওয়াশরুম রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm