চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক শীর্ষ কর্মকর্তাকে নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। একমাস আগে অতিরিক্ত কমিশনার পদমর্যাদার এই কর্মকর্তাকে ভিন্ন রেঞ্জে সংযুক্ত বা ওএসডি করার আদেশ এলেও সিএমপি ছাড়েননি তিনি। এর মধ্যে সাতদিন আগে অসুস্থতার জন্য ছুটির আবেদন জমা দিয়ে চলে গেছেন ঢাকায়।
গত বছরের ৩০ অক্টোবর অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হিসেবে সিএমপিতে যোগ দেন মাসুদ আহাম্মদ। এর আগে ঢাকার শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত ছিলেন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার প্রায় তিন মাস পর গত ১১ নভেম্বর পুলিশ সদর দপ্তরের এক আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদ ও আবদুল মন্নান মিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারীশকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়।
সিএমপি সূত্রে জানা গেছে, আবদুল মন্নান মিয়া ও আব্দুল ওয়ারীশ ইতিমধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ দিলেও মাসুদ আহাম্মদ সিএমপিতে রয়ে যান। তবে গত ১৯ নভেম্বর পুলিশের আইজিপি ময়নুল ইসলাম চট্টগ্রাম সফরে আসার পর আয়োজিত অনুষ্ঠানে তাকে দেখা যায়নি।
সূত্র জানায়, মাসুদ আহাম্মদ শুরু থেকেই বদলির আদেশ কাটানোর জন্য তদবির করে আসছিলেন। তবে ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ সরকারের সময়ে তার কর্মকাণ্ড বিবেচনা করে সেই তদবির অনেকটাই ব্যর্থ হয়। ২০১৯ সালের ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) ছিলেন মাসুদ আহমেদ। তারও আগে ২০০৫ সালে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) সহকারী কমিশনার (এসি) ছিলেন।
জানা গেছে, বদলি আদেশের প্রায় তিন সপ্তাহ পর গত ৭ ডিসেম্বর হঠাৎ করে অসুস্থতার জন্য ছুটির আবেদন জমা দিয়ে ঢাকায় চলে যান। এর আগে তিনি সোর্স মানির টাকাও নগদায়ন করেন।
মাসুদ আহাম্মদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ওপ্রান্ত থেকে সাড়া মেলেনি।
তবে এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মাসুদ আহাম্মদ সিক লিভে (অসুস্থতার ছুটি) আছেন।’ তবে মাসুদ আহাম্মদের বদলি আদেশ বাতিল হয়নি বলে জানান সিএমপি কমিশনার।
সিপি