সিএমপির নতুন অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক, সঙ্গে আরও দুই নতুন মুখ

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হল।

চট্টগ্রামের বোয়ালখালীর সন্তান ওয়াহিদুল হক চৌধুরী গত ১ জানুয়ারি চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে অ্যাডমিন এন্ড ফিন্যান্স ছাড়াও ক্রাইম ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন।

ওয়াহিদুল হক চৌধুরীর বাবা আহমেদুল হক চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কাজী মো. আবদুর রহীমকে সিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরীকে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে।

ksrm