হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আকবরশাহে

0

চট্টগ্রাম নগরীর আকবরশাহে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শহিদুল ১৯৯২ সালের ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

সোমবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় আকবরশাহ থানার শহীদ লেনের বাসা থেকে শহিদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করে আকবরশাহ থানা পুলিশ। তার বাবার নাম মৃত শামসুল হক।

হত্যা মামলায় সাজা হওয়ার আগে শহিদুল চাঁদাবাজি, নারী নির্যাতন ও চেক প্রতারণা মামলায় একাধিকবার পাহাড়তলী থানায় গ্রেপ্তার হন বলে জানা গেছে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শহিদের বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।’

Yakub Group

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm